Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছরসমূহের ( বছরপ্রধান অর্জনসমূহ:

 

কৃষি আবহমান বাংলার আর্থ-সামাজিক উন্নয়ন এবং ঐতিহ্যের মূল চালিকাশর্ক্ত/ এ দেশের মোট জনশক্তির ৪৫ শতাংশ এর বেশি কৃষি খাতের সাথে সম্পৃক্ত/ সুতরাং কৃষির সামগ্রিক উন্নয়ন এর সাথে জড়িয়ে আছে সমগ্র দেশের উন্নয়ন/এরই ধারা বাহিকতায় নান্দাইলের কৃষি বিভাগ দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে।  ৩২৬.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের নান্দাইল উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। মোট কৃষক পরিবার প্রায় ৮৮০০০ ফসলের নিবিড়তা ২০৯% প্রায় ৮৫% কৃষক প্রান্তিক ও মাঝারী। মাঝারী ও উচু জমি ৫৭% নিট আবাদি জমি ২৪১১৮ হেক্টর দুই ফসলি জমি ৮১% সেচের আওতায় জমির পরিমাণ  প্রায় ৯২% । বিগত বছর গুলোতে নান্দাইল উপজেলা কৃষিতে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। ২০২২-২০২৩ অর্থ বছরে বোরো ফসলের আবাদ বৃদ্ধি পেয়ে ২২২৫০ হেক্টরে উন্নিত হয়েছে এবং রোপা আমন ২২৩৮০ হেক্টর, আউশ ১৫৫০ হেক্টর অর্জিত হয়েছে। জনগণের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে উদ্বদ্ধকরনের মাধ্যমে নান্দাইলে ৬২ টি ফল বাগান স্থাপন করা হয়েছে। বিদ্যমান শস্য বিন্যাসে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধিকল্পে তিন বছরের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মাটির স্বাস্থ্য বৃদ্ধি করার লক্ষে নান্দাইলে বানিজ্যিক ভাবে কেচো সারের উৎপাদন, বিপনণ এবং ব্যবহার শুরু হয়েছে। "কৃষকের এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না" মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নান্দাইলে ৩২৮টি পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে, আধুনিক কৃষিতে কৃষককে প্রশিক্ষিত করে নান্দাইলে পলিনেট হাউজে বিভিন্ন ধরণের সবজির আবাদ শুরু হয়েছে।